Wednesday 19th of March 2025

সাউদির রেকর্ডে ভাগ বসালেন সাকিব

Morning Mirror Desk »

Share if you like

টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই রেকর্ড গড়েছিলেন কিউই পেসার টিম সাউদি। সেদিন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে টপকে টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির প্রথম স্থানে চলে গিয়েছিলেন তিনি।

১২৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন। তবে আজ সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই উইকেট সংগ্রহ করে যৌথভাবে সাউদির পাশে নাম লেখালেন সাকিব।

আজকের ম্যাচের আগে সাকিবের উইকেট শিকার ছিল ১২৩। সিডনিতে আজ বৃহস্পতিবার রাইলি রুশোকে আউট করে সাকিব যুক্ত হলেন সাউদির সাথে। সাউদি এবং সাকিবের পরের অবস্থানে রয়েছেন আফগান তারকা ক্রিকেটার রশিদ খান। এর পরের অবস্থানে রয়েছেন সাবেক লঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন কিউই স্পিনার ইশ সোধি।

গত বছর লাসিথ মালিঙ্গাকে টপকে এককভাবে টি-টোয়েন্টির সেরা উইকেট সংগ্রাহক হয়েছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ এক বছর পর সাকিবের সেই রেকর্ড নিজের করে নিলেন সাউদি।

Write Your Comment Here

Comments are closed.