Wednesday 19th of February 2025

প্রশাসনে বড় রদবদল

Morning Mirror Desk »

Share if you like

এক সিনিয়র সচিব এবং দুই সচিবকে বদলি করেছে সরকার। এছাড়া এক সচিবকে সিনিয়র সচিব পদে এবং তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এসব প্রজ্ঞাপন অনুযায়ী প্রশাসনের শীর্ষ পর্যায়ে মোট ৪ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন এবং ৩ জন বদলি হয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে বদলি করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. মেজবাহ উদ্দিন চৌধুরী।

পদোন্নতি পেয়েছেন তিন অতিরিক্ত সচিবও। তারা সবাই সচিব হয়েছেন।

এ তিনজন হলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনিছুর রহমান এবং জননিরাপত্তা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম।

এরমধ্যে ফরিদ আহাম্মদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাহাঙ্গীর আলমকে নির্বাচন কমিশনের সচিব করা হয়েছে। আর রাজউক চেয়রাম্যান আনিছুর রহমানকে সচিব করা হলেও তাকে বর্তমান দায়িত্বে রেখে দেওয়া হয়েছে।

Write Your Comment Here

Comments are closed.