Friday 10th of January 2025

উৎপাদনে ফিরেছে উসমানিয়া গ্লাস

Morning Mirror Desk »

Share if you like

তালিকাভুক্ত কোম্পানি উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড পুনরায় উৎপাদনে ফিরেছে। কোম্পানিটি গত ৬ আগস্ট থেকে উৎপাদন শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত বছরের ২৪ জুন উসমানিয়া গ্লাস শিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় এক বছরের বেশি সময় তাদের উৎপাদন বন্ধ ছিল। কোম্পানিটির সেকেন্ড ফারনেস শর্ট কোল্ড মেরামতের পর গত ৬ আগস্ট পুনরায় উৎপাদন শুরু হয়েছে।

Write Your Comment Here

Comments are closed.