Monday 13th of January 2025

ইবিএল সাপ্লাই চেইন ফাইন্যান্স এক্সিলেন্স পুরস্কার পেলো প্রাণ-আর এফএল ও রানার

Morning Mirror Desk »

Share if you like

বাংলাদেশে সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রি সেক্টরের জন্য প্রথমবারের মতো পুরস্কার ঘোসণা করেছে বেসরকারি খাতের ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)। ডিজিটাল প্ল্যটফর্মে আয়োজিত ‘ইবিএল সাপ্লাই চেইন ফাইন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ শীর্ষক পুরস্কার লাভ করেছে প্রান-আরএফএল গ্রুপ (সাপ্লায়ার ফাইন্যান্স ক্যাটাগরি) এবং রানার অটোমোবাইলস লিমিটেড (ডিলার ফাইন্যান্স ক্যাটাগরি)।

ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই বিভাগ প্রধান এম. খোরশেদ আনোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (অর্থ) উজমা চৌধুরী এবং রানার অটোমোবাইলসের প্রধান আর্থিক কর্মকর্তা সনাৎ দত্ত নিজ নিজ প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করেন। এছাড়াও ইবিএল হেড অব অ্যাসেট- রিটেইল তাসনিম হোসেন এবং রিটেইল অ্যাসেট এন্ড সাপ্লাই চেইন ফাইন্যান্সিং প্রধান এম. মুস্তাফিদুজ্জামান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Write Your Comment Here

Comments are closed.