Monday 13th of January 2025

আজ বঙ্গমাতা ফজিলাতুন্নেসার ৯১তম জন্মবার্ষিকী

Morning Mirror Desk »

Share if you like

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী আজ। তাঁর জন্ম ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির পিতার হত্যাকারীদের নিষ্ঠুর, বর্বরোচিত হত্যাযজ্ঞের সময় শহীদ হন তিনি।বেগম ফজিলাতুন নেছা তিন বছর বয়সে বাবা আর পাঁচ বছর বয়সে মাকে হারান। তাঁর ডাকনাম ‘রেণু’। তাঁর বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। শেখ মুজিবুর রহমানের সঙ্গে বেগম ফজিলাতুন নেছার বিয়ে হয়। গোপালগঞ্জ মিশন স্কুলে তিনি প্রাথমিক লেখাপড়া করেন। পরে গ্রামে গৃহশিক্ষকের কাছে লেখাপড়া করেন।

Write Your Comment Here

Comments are closed.