Tuesday 22nd of October 2024

সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান

Morning Mirror Desk »

Share if you like

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন বগুড়া।

শুক্রবার বেলা ১১ টার দিকে বেঙ্গল ক্যাভালরি আয়োজনে ও ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের সার্বিক পরিচালনায় জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় শতাধিক রোগীকে বিশেষ এই স্বাস্থ্যসেবা দেয়া হয়। এ সময় বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

বেঙ্গল ক্যাভালরির কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফেরদৌস আরিফের নেতৃত্বে এবং লেফটেন্যান্ট তানভীরের সার্বিক তত্ত্ববধানে সামাজিক দূরত্ব বজায় রেকে স্বাস্থ্যবিধি মেনে এই চিকিৎসা সেবা প্রদান করেন ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের ক্যাপ্টেন ডা. নওশীন সালসাবিল শামীরা।

এছাড়াও বগুড়া সেনানিবাসের ক্যাপ্টেন আশিক বিন আজাদের নেতৃত্বে শহরের বিভিন্ন জায়গায় করোনা সচেতনতায় সেনাবাহিনীর একটি টিম মাইকিংসহ টহল দেয়। সেই সাথে লডকাউনে মাক্স ছাড়া বাইরে বের হওয়া লোকজনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জরিমানা করা হয়।

Write Your Comment Here

মন্তব্য করুন »