Wednesday 12th of March 2025

ভার্চুয়াল শুনানি, জামিন পেলেন ৭৩ হাজার আসামি

Morning Mirror Desk »

Share if you like

চলতি বছরের ১২ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যে নিম্ন আদালতে ভার্চ্যুয়াল শুনানি নিয়ে ৭৩ হাজার হাজতিকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গত ১২ এপ্রিল হতে ৩০ জুন পর্যন্ত মোট ৫৫ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানির মাধ্যমে এক লাখ ৪৩ হাজার ৯৬১ টি মামলায় জামিনের দরখাস্ত নিষ্পত্তি হয়। এর মধ্যে মোট ৭৩ হাজার ৭৫ জন হাজতি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন।

ব্যারিস্টার সাইফুর রহমান আরও জানান, ২০ জুন হতে ৩০ জুন পর্যন্ত শারীরিক উপস্থিতিতে সারাদেশে বিচারকার্য চলাকালীন কিছু কিছু জেলায় স্থানীয় বিধিনিষেধের কারণে ভার্চুয়াল আদালত পরিচালিত হয়।

ওই সময় দেশের বিভিন্ন জেলার আদালতসমূহে ভার্চুয়াল শুনানিতে ছয় হাজার ৬৩১ টি ফৌজদারি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়। আর তিন হাজার ৪২০ জন আসামি জামিন পেয়ে কারামুক্ত হন।

Write Your Comment Here

মন্তব্য করুন »