চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন ১৩ সিরিজ বাজারে আনবে অ্যাপল। যদিও বড় কোনো পরিবর্তন আসেনি আইফোনের এই নতুন সিরিজে। এতে এ-১৫ চিপ ও ফাইভজি মডেম ছাড়া প্রত্যাশিত তেমন কিছুই থাকছে না।
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ডিজিটাইমসের বরাতে ফোর্বসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
নতুন আইফোনের ডিজাইন ফাঁস হওয়ার পর জানা গেছে, এতে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন আসেনি। এইদিকে চলতি বছরের শুরু থেকেই অ্যাপল বড় পরিবর্তনের কথা বলে আসছিল। এমনকি নতুন আইফোনে ডিএসএলআরের মতো ক্যামেরা থাকবে- এমন কথাও বলা হয়েছিল।
একইসঙ্গে বলা হয়েছে, ক্যামেরা ও ব্যাটারির পরিবর্তনের পাশাপাশি নতুন ডিসপ্লে এবং এ-১৫ চিপ ও ফাইভ-জি মডেম থাকবে। কিন্তু নতুন সিরিজে থাকছে কেবল এ-১৫ বায়োনেট চিপসেট ও ফাইভ-জি।
বিশেষজ্ঞরা বলেন, আইফোন ১৩ সিরিজে সন্তুষ্ট না হলে ব্যবহারকারীর জন্য কেবল একটি পথই খোলা রয়েছে। সেটি হলো আইফোন ১৪ সিরিজের জন্য অপেক্ষা করা।
নতুন আইফোন সিরিজের ডিজাইন ফাঁসের ঘটনা এই প্রথম নয়। এরআগেও সিরিজটির ক্যামেরা সম্পর্কিত তথ্য ফাঁস হয়েছে।