Sunday 22nd of December 2024

গোপালগঞ্জে ১০ হাজার পরিবারকে শেখ রাসেল ক্রীড়াচক্রের সহায়তা

Morning Mirror Desk »

Share if you like

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। আট হাজার পরিবারে খাদ্যসামগ্রী ও দুই হাজার শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় স্কুলব্যাগসহ শিক্ষা উপকরণ। গতকাল দিনভর দুই উপজেলার বিভিন্ন স্থানে এসব উপকরণ বিতরণ করা হয়। পুরো আয়োজনের নির্দেশনায় ছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিচালক শেখ সালেহ জামান সেলিম, পরিচালক মোহাম্মদ গোলাম, মাকসুদুর রহমান, সদস্য মেজর (অব.) শেখ মো. মিজানুর রহমান এবং মো. আমিনুল ইসলাম।

Write Your Comment Here

Comments are closed.