Friday 4th of October 2024

এ কেমন শাড়ি! খোঁচা খেতে হলো ভূমিকে

Morning Mirror Desk »

Share if you like

বাহারি শাড়ি পরে অনীল কাপুরের দীপাবলি পার্টিতে হাজির হওয়ার পরে উরফি জাভেদের সঙ্গে তুলনা টেনে কটাক্ষ শুনতে হলো বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকারকে।

দীপাবলির রাতে সোনম কাপুর আয়োজিত পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের তারকারা। আমন্ত্রণ পেয়ে সেই পার্টিতে ছিলেন ভূমিও। আর পার্টিতে ভূমি যে বেশে হাজির হন, সে কারণেই তাকে হাসির খোরাক হতে হয়েছে। এমনকি, নিজের তৈরি বিভিন্ন বিতর্কিত পোশাক পরে চর্চায় থাকা অভিনেত্রী উরফির সঙ্গেও তুলনা করা হয় তাকে।

ওই পার্টিতে ভূমি হাজির হয়েছিলেন সাদা শাড়ি এবং সাদার ওপর রুপালি জরির কারুকাজ করা এক ব্লাউজে। সেই ব্লাউজে তার বক্ষ বিভাজিকা স্পষ্ট। শাড়িও বুকের বরাবর দু’ভাগে বিভক্ত। আর এই পোশাক নিয়েই শুরু হাসিঠাট্টা।

কেউ কেউ একদিকে দাবি করেছেন এ পোশাক অশ্লীল। কেউ কেউ আবার বলছেন, এই পোশাকে ভূমিকে একদম উরফির মতো লাগছে এবং উরফির প্রভাবেই তিনি এ রকম পোশাক পরেছেন।

ভূমি এক নন। ইদানিং যেকোনো বলিউড অভিনেত্রী একটু অন্য ধাঁচের পোশাক পরলেই তাকে উরফির সঙ্গে তুলনা করা হয়। এর আগেও জাহ্নবি বা শাহরুখ কন্যা সুহানাকেও এই ধরনের মন্তব্য শুনতে হয়েছে। সাহসী সাজ আর উরফি যেন সমার্থক হয়ে উঠেছেন।

Write Your Comment Here

Comments are closed.