Monday 13th of January 2025

আবার মা হচ্ছেন ঐশ্বরিয়া ?

Morning Mirror Desk »

Share if you like

জানা গেল বলিউডে নতুন গুঞ্জন, আবারও মা হতে চলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। নেট দুনিয়ায় এ নিয়ে চলছে আলোচনা।

ঐশ্বরিয়া গত রবিবার নিজের ফেসবুক পেইজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। মূলত তার পর থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়েছে। সে ছবিগুলো দেখে সবাই ধারণা করছেন সাবেক এ বিশ্ব সুন্দরী গর্ভবতী।

রীতিমতো মা হওয়ার শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন তিনি।

তামিল পরিচালক মণি রত্নমের ‘পননিয়ান সেলভান’ সিনেমায় কাজ করছেন ঐশ্বরিয়া রাই। সম্প্রতি অভিষেক বচ্চন সিনেমাটির শুটিং সেটে যান। সেখানে ছবিগুলো তুলেছিলেন ঐশ্বরিয়া।

Write Your Comment Here

মন্তব্য করুন »